সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৩
স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১১ আগস্ট ২০২৩ : আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষ্যে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আগামীকাল ১২ আগস্ট ২০২৩, শনিবার সকাল ১১টায় “উচ্চ রক্তচাপ, হৃদরোগ ঝুঁকি এবং বাংলাদেশের যুব সমাজ” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।
আপনি হয়ত জেনে থাকবেন বাংলাদেশে প্রতি ৪ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তরুণদের মধ্যে এই প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে তরুণ জনগোষ্ঠির মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি বাড়তে থাকবে, যা মোটেও কাম্য নয়।
বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ; ডা. মোঃ সাব্বির হায়দার, প্রোগ্রাম ম্যানেজার (এইচআরডি ও সিএম) কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি); মুহাম্মদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।
এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। ওয়েবিনারে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি। ওয়েবিনারের জুম লিংক:
https://us06web.zoom.us/j/84342957463?pwd=emlMY3djdEdRa1VueFN4c3g4Y2lXdz09
আইডি: 843 4295 7463
পাসওয়ার্ড: 823450
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D