সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ আগস্ট ২০২৩ : সোনার বাংলা গড়ার অঙ্গীকারে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’ নামে এক নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার ( ১১ আগস্ট ২০২৩) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’র খসড়া ঘোষণাপত্রে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নামও জানানো হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠান বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির চেয়ারম্যান মুনসুর আহমেদ, মহাসচিব শেখ মো. রফিকুল ইসলাম হৃদয়, নুরুল ইসলামসহ আরও অনেকে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমানে ক্ষুধা, দারিদ্র, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে জনজীবন অতিষ্ঠ। এ ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদরদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়তে।’
এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করার জোর দাবি জানান। তারা আরও বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পূর্ণ করে জাতি ও রাষ্ট্রকে কলংকমুক্ত করতে হবে।’
মুক্তিযোদ্ধা জনতা পার্টির পক্ষ থেকে দেশের জনগণকে পার্টির পতাকা তলে একত্রিত হয়ে গণ-আন্দোলনে শরীফ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D