সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
বিশেষ প্রতিবেদক | ইসলামাবাদ (পাকিস্তান), ১২ আগস্ট ২০২৩ : পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পাটি (বিএপি)’র সিনেটর আনোয়ারুল হক কাকার।
আজ শনিবার (১২ আগস্ট ২০২৩) দেশটির বিরোধী দলীয় নেতা এ তথ্য জানান।
বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আহমদ আজ এক বৈঠক করেন। সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ আহমদ সাংবাদিকদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানান।
তিনি আরও জানান, আনোয়ারুল আগামীকাল রোববার শপথ নিতে পারেন।
তবে আজকে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন রিয়াজ।
পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলে সাধারণ নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হতে হবে।
তবে নির্ববাচন যখনই এটি হোক, এটি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়াই হবে। কারণ, তিনি গত সপ্তাহান্তে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদন্তে দন্ডিত হয়েছেন। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে খানকে বরখাস্ত করার পর থেকে পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে এবং একই সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যারও সম্মুখীন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D