সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩
আজ অামি একজন সংগ্রামী মায়ের গল্প বলবো। তিনি স্পেশাল বাচ্চা নিয়ে সফল উদ্যোক্তা “ফাহিমা সুলতানা”। শুনবো তার মুখ থেকেই,
“আমি ফাহিমা সুলতানা। আমার উদ্যোগের নাম – “Raiyan’s varieties collection“ (রাইয়ান ভেরাইটিজ কালেকশন)। রাইয়ানকে নিয়ে আমার উদ্যোক্তা জীবনের পথ চলা।
রাইয়ান একজন স্পেশাল বাচ্চা। সে আমার কাছেও স্পেশাল। এদের মতো বাচ্চারা যাতে কখনও কোনোভাবেই অবহেলিত না থাকে, বা না হয়, এটাই আমার স্বপ্ন। তারা যেন সব টাইপের সুযোগ সুবিধা পায়।
স্পেশাল চাইল্ড রাইয়ানের নামেই আমার উদ্যোগ।সবাই দোয়া রাখবেন আমার উদ্যোগ এবং সন্তানের জন্য।
উদ্যোগ নিয়ে সফলতার সাথে অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমার উদ্যোগের পরিচিতি অনেক মজবুত হচ্ছে। আমার উদ্যোগের উপর চোখ বন্ধ করে ক্রেতার আস্থা, বিশ্বাস ও ভরসা তৈরী হচ্ছে।
নতুন বছরে আমার উদ্যোগ নিয়ে আরও সফলতার স্বপ্ন দেখছি।
রাইয়ান’স ভ্যারাইটিজ কালেকশনের রাইয়ানকে নিয়ে অনেক অনেক দূর এগিয়ে যেতে চাই।
রাইয়ানদের মতো স্পেশাল বাচ্চাদের নিয়ে পরিচয় দিতে যাদের মন সংকুচিত হয়, তারা যেন রাইয়ানকে নিয়ে গর্বিত হয়; সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি।
বিজনেজের ক্ষেত্রে আমার বাচ্চাকে নিয়ে অামি সম্পূর্ণ একা। এখানে সাপোর্ট করার মতো সত্যিকার অর্থে কেউই ছিল না। কিছু কিছু কাজ সম্পূর্ণ একা নিজের মতো করেই করতে হয়, আমিও তাই মনে করি। অর্ডার নেয়া, দেয়া ইত্যাদি আমাকেই ম্যানেজ করতে হতো। মা এবং বড় ভাইয়া আর্থিকভাবে অনেক সাপোর্ট করেছে এবং করছে।
পেইজ খুলে দিয়েছে এক ছোট ভাই, ম্যামো বই করে দিয়েছে মেজ ভাই, শপিং ব্যাগ মেজ ভাই, গ্রুপ খুলে দিয়েছে ছোট বোন। যা আমার জন্য অনেক বড় সাপোর্ট। বিছানার চাদর নিয়ে কাজ করার ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি বুয়ার। সে বিছানার চাদর বিছিয়ে দিতো আর আমি ছবি তুলতাম। দারোয়ানকে দিয়ে দূরের কুরিয়ার গুলো করাতাম। সব সময় রাইয়ানকে নিয়ে বের হতে পারতাম না। তাই এদের কাজে লাগাতাম।”””
যখন কাজ শুরু করবো চিন্তা করলাম, তখন ভাবলাম কি নিয়ে শুরু করবো। পরে মাথায় আসলো আমার তো বিছানার চাদরের প্রতি দুর্বলতা, তাহলে এটা নিয়েই শুরু করি। কথাগুলো সব ছোট বোনের সাথে শেয়ার করি। এবং বলি যে, আমাকে একটা পেইজ খুলে দিতে। কারণ সংসার -বাচ্চা ছাড়া মাথা ঘামানোর মাথা আমার ছিল না।। ছোট বোন সাপোর্ট করে।
প্রথমে নানা প্রতিবন্ধকতা, আর্থিক সংকট, মন-মানসিকতা ইত্যাদির মুখোমুখি হতে হয়েছে। সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কি করবো। কারণ অনলাইন সম্পর্কে কোন ধারণাই ছিল না। যাই হোক প্রথমে নিজের উৎসাহে এবং পরে ভাইবোনের সাপোর্টে শুরু করি। বিছানা চাদরের প্রতি দুর্বল থাকায় বিছানার চাদর দিয়ে শুরু করি।।
❤❤তারপর দেশীয় পণ্য আমাদের সবার কাছে জনপ্রিয় জামদানি। ❤❤
আমার ব্যবসা – বাণিজ্য নিয়ে পরিকল্পনা :
ভবিষ্যতে আরও বিভিন্ন টাইপের ইউনিক আইটেম নিয়ে কাজ করার ইচ্ছে আছে। বিশেষ করে স্পেশাল বাচ্চাদের থেরাপির পণ্য নিয়ে। যা আমি ফেইস করেছি, তা কোন স্পেশাল বাচ্চার মায়েদের যাতে ফেইস করতে না হয়। সেই থেরাপি দেয়ার এবং ছোট ছোট বাচ্চারা যাতে টাকার অভাবে থেরাপী থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টা।
খুব সহজে এই বাচ্চারা উন্নতির জন্য প্রয়োজনীয় পণ্য পেতে পারে।”
#
প্রকৌশলী নুসরাত সুলতানা রেখা
বিএসসি ইঞ্জিনিয়ার (ট্রিপল ই)
Admin & Customer Relation Officer
NICCA CHEMICAL CO.,LTD.
Dhaka Liaison Office
Suvastu Suraiya Trade Center 3A (3rd Floor),
57 Kamal Ataturk Avenue, Block-B
Banani, Dhaka-1213, BANGLADESH
Tel: +88-02-55033391
E-mail: nusrat.rakha.niccabd@gmail.com
Cell: +88-01918946446, +88-01319791185
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D