কৃষকদের বিনা সুদে ঋণ দেয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০

কৃষকদের বিনা সুদে ঋণ দেয়ার দাবিতে মানববন্ধন

Manual3 Ad Code

বরিশাল, ২৬ জুন ২০২০: কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, উৎপাদিত পণ্যের লাভজনক মূল্যে নিশ্চিত করাসহ স্বাস্থ্য ও জনবান্ধব বাজেটের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

Manual6 Ad Code

কৃষক নেতা কমরেড আনিসুল ইসলাম সবুজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, কৃষক নেতা কমরেড মোজ্জাম্মেল হক ফিরোজ, নজরুল ইসলাম মল্লিক ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল মিন্টু দে। আরো উপস্থিত ছিলেন, নজরুল মল্লিক, বাবুল ডাক্তার, ছাত্রনেতা ইমরানের নিরব প্রমুখ।

বক্তরা বলেন, সরকার শিল্পপতিদের প্রনোদনার মাধ্যমে অর্থের জোগান দিয়ে তাদেরকে আরও বিত্তবান হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

Manual4 Ad Code

অন্যদিকে কৃষকরা ঘাম জড়িয়ে মাঠে ফসল ফলিয়ে দেশের খাদ্য ঘাটতি পুরন করে অভাব দুর করলেও সরকার তাদের ধানের নায্য মূল্য দিচ্ছেনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code