সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০
মাগুরা, ০৫ জুলাই ২০২০: প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকুলে বরাদ্দকৃত উপহারের চেক বিতরণ মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ১১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের হাতে এ চেক তুলে দেন।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস প্রমুখ।
শনিবার দুপুরে অায়োজিত অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা সদর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮জন শিক্ষকের প্রত্যোককে ৫ হাজার টাকা হারে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা এবং ৭২ জন কর্মচারীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ১ লাখ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D