বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ জুলাই ২০২৪ : শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের রাস্তাঘাট সহ জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরেজমিনে দেখার জন্য পরিদর্শনে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
ওই গ্রামের জনগণের আহবানে সাড়া দিয়ে তাদের সকল সমস্যার কথা শুনেন তিনি।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় সকলকে আশ্বস্ত করে বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার অভিভাবক ও মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি মহোদয়ের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে রাস্তা সহ সকল সমস্যার সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য বেলাল আহমেদসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Post Views:
১,১০২