সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বিশেষ প্রতিবেদক | শ্রীমঙ্গল, ১৯ সেপ্টেম্বর ২০২৪ : জাগছড়া চা বাগানে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মিলনায়তনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর সহযোগিতায় ও মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) আয়োজনে অভিভাবকদের নিয়ে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের মিলনায়তনে উপকারভোগী শিক্ষার্থীদের সকল অভিভাবকদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
রিবিকা মহাপাত্রের সঞ্চালনায় প্রকল্পের শিশু সুরক্ষা ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক বিস্তারিত আলোচনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর শিশু বিষয়ক কর্মকর্তা জুবেনা শাহনাজ।
এতে আরও বক্তব্য দেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫)-এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।
এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, জাগছড়া প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই। আরও উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী ফ্লোরিস আমসে, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং, শিক্ষক মেমোরিয়াল খংলা প্রমুখ।
সেমিনারে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ৩২২ জন উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি