সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৪ : বিশ্ব হার্ট দিবস ২০২৪ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আজ রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় “উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।
আয়োজকরা জানান, বাংলাদেশে হৃদরোগ ঝুঁকি ও হৃদরোগজনিত মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। প্রতিবছর প্রায় ২ লাখ ৭৩ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। উল্লেখ্য, বাংলাদেশে হৃদরোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ এবং প্রতি ৪ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাফি মজুমদার, সদস্যসচিব, স্বাস্থ্য খাত সংস্কার-বিষয়ক বিশেষজ্ঞ প্যানেল এবং সাবেক পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল;
অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ;
ডা. আবু জামিল ফয়সাল, প্রেসিডেন্ট-ইলেক্ট, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ;
অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, পরিচালক, সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ;
মুহাম্মদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই);
শামসুন্নাহার নাহিদ, বিভাগীয় প্রধান, খাদ্য ও পুষ্টি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল এবং
এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।
এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।
ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/83788114378?pwd=2DFysRC8BrnpD4V9A6hBaDUba16a4D.1
আইডি: 837 8811 4378
পাসওয়ার্ড: 303693
বি.দ্র: ওয়েবিনারটি Heart Health Alert BD পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D