সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
গ্রন্থ রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ২৯ অক্টোবর ২০২৪ : বাংলাদেশে ৭৩টি জাতিসত্তার বসবাস। এর মধ্যে ৪৫টি জাতিসত্তার উপস্থিতি তথা পরিমাণগত সংখ্যা তুলনামূলক বেশি। এই ৪৫টি জাতিগোষ্ঠী নিয়ে ৩ খণ্ডে প্রকাশিত পূর্ণাঙ্গ আকর বই ‘বাংলাদেশের আদিবাসী’।
আদিবাসীদের নিয়ে যেসব ধারণা ও জনশ্রুতি প্রচলিত—তার অনেকাংশ জুড়েই আছে সত্যের অপলাপ, অতিরঞ্জন। অস্বীকার করার উপায় নেই, আদিবাসী সম্প্রদায় এখনো তুলনামূলক পিছিয়ে রয়েছে। সব সমস্যা মোকাবেলা ও অতিক্রম করেই ধীরে ধীরে এগোচ্ছে প্রান্তিক এসব জনগোষ্ঠী।
এথনোগ্রাফিয় গবেষণা ৩ খণ্ডের এই গ্রন্থে আদিবাসী জনগোষ্ঠীর জাতিতাত্ত্বিক পরিচিতি প্রণয়নে অনুসরণ করা হয়েছে আধুনিক গবেষণা পদ্ধতি।
আদিবাসী জনগোষ্ঠীর বসতি, অঞ্চল ও লোকসংখ্যা, ঐতিহাসিক পটভূমি, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন, সামাজিক উৎসব, ভাষা ও বর্ণমালা, লোকসংস্কৃতি-কৃষ্টি, শিক্ষা, নারীর অবস্থান, রাজনৈতিক সংগঠন ইত্যাদি বিষয় কেবল গতানুগতিক বর্ণনায় সীমাবদ্ধ রাখা হয়নি। এগুলোর পরিবর্তনের পটভূমি, সংকট ও সম্ভাবনার ব্যাখ্যা ও বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।
বলাবাহুল্য, এ গবেষণায় আদিবাসী জনগোষ্ঠীর চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতি প্রাধান্য দেওয়া হয়েছে। গতানুগতিক বর্ণনামূলক উপস্থাপনা যা অনেক ক্ষেত্রে আদিবাসীদের নেতিবাচক উপস্থাপনায় পর্যবসিত হয় তা পরিহার করে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে ইতিবাচকভাবে।
সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ওপর মাঠ পর্যায়ে গবেষণা টিম কাজ করেছে। আদিবাসী জনগোষ্ঠীর সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহ করেছেন সংশিষ্ট গোষ্ঠীর লেখক। যার কারণে তথ্যগত বিভ্রাট কিংবা অজ্ঞতাজনিত ভুল তথ্য পরিবেশনের দায় থেকে মুক্ত থাকতে পেরেছে গবেষণাগ্রন্থটি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D