চট্টগ্রামে রিসার্চ এন্ড টেকনোলজি ফেস্টিভ্যালে ২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

চট্টগ্রামে রিসার্চ এন্ড টেকনোলজি ফেস্টিভ্যালে ২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম ০৭ ডিসেম্বর ২০২৪ : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) রিসার্চ এন্ড টেকনোলজি ফেস্টিভ্যাল- ২০২৪ উদযাপিত হয়েছে।

Manual1 Ad Code

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এ ফেস্টিভ্যালে সিভাসু’র গবেষকবৃন্দের সম্পাদিত গবেষণা কার্যক্রমের মধ্য থেকে ২৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সিভাসু অডিটোরিয়ামে আজ শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টায় ফেস্টিভ্যালের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

Manual4 Ad Code

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেষর ড. মো. কামাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

সভাপতিত্ব করেন সিভাসু পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এসকেএম আজিজুল ইসলাম।

Manual6 Ad Code

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, প্রাণিসম্পদ প্রকৃতিরই একটি অংশ। আর প্রাণিসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করা মানে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, গত আঠারো বছরে গবেষণা ও প্রযুক্তি খাতে সিভাসু যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে আজকের এই উৎসবটি তারই নিদর্শন।

উদ্ভাবন, জ্ঞানসৃষ্টি এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই ধরণের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

টেকনিক্যাল সেশনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সর্বমোট ২২টি স্টলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম প্রদর্শন করা হয়। এছাড়া, গবেষণা কার্যক্রমের ওপর পোস্টারও প্রদর্শন করা হয়।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক, সেরা স্টল ও সেরা পোস্টার প্রেজেন্টারকে পুরস্কৃত করেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code