নারীনেত্রী ও শহীদজায়া বেগম মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

নারীনেত্রী ও শহীদজায়া বেগম মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৪ : একাত্তরের রণাঙ্গনে বিশেষ অবদান রাখা নারীনেত্রী ও শহীদজায়া বেগম মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ।

Manual1 Ad Code

২০২১ সালের ২০ ডিসেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার সাত ছেলে-মেয়ে। একাত্তরে মুশতারী শফী’র স্বামী ডা. মোহাম্মদ শফীকে বাসা থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল।

Manual7 Ad Code

১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে মুশতারী শফীর জন্ম। তার বাবার বাড়ি ফরিদপুরে। মুক্তিযুদ্ধ চলাকালে ৭ এপ্রিল তার স্বামী চিকিৎসক মোহাম্মদ শফী ও ছোট ভাই এহসানুল হক আনসারীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। মুক্তিযুদ্ধে বিজয়ের দিন পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী।

নারী অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছেন মুশতারী শফী। ১৯৬৩ সালে চট্টগ্রাম থেকে ‘বান্ধবী’ নামে মাসিক সাময়িকী প্রকাশ করেছিলেন। এটি ছিল বাংলাদেশের নারীদের জন্য দ্বিতীয় সাময়িকী।

একাত্তর পরবর্তী সময়ে তিনি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক। মুশতারী শফী ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি’, ‘জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ প্রভৃতি মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ রচনা করেছেন।

মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখায় ২০১৬ সালে শহীদজায়া মুশতারী শফীকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। ২০২০ সালে পান বেগম রোকেয়া পদক এই মহীয়সী নারী।

ওয়ার্কার্স পার্টির বিনম্র শ্রদ্ধা

একাত্তরের রণাঙ্গনে বিশেষ অবদান রাখা নারীনেত্রী ও শহীদজায়া বেগম মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল।

সৈয়দ আমিরুজ্জামানের বিনম্র শ্রদ্ধা

চেতনার বাতিঘর সমাজ প্রগতির লড়াইয়ের সাহসী যোদ্ধা, সাংস্কৃতিক আন্দোলনের নেতা, একাত্তরের রণাঙ্গনে বিশেষ অবদান রাখা নারীনেত্রী ও শহীদজায়া বেগম মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সম্মিলিত সামাজিক আন্দোলনের

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের অকৃতিম সেবক, চেতনার বাতিঘর সমাজ প্রগতির লড়াইয়ের সাহসী যোদ্ধা সাংস্কৃতিক আন্দোলনের নেতা, কলামিস্ট ও লেখক শহীদ জায়া মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করেন।

বিবৃতিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার সংকল্পে মুশতারী শফী আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনার পক্ষ্যে কথা বলে গেছেন।

Manual6 Ad Code

ঐক্য ন্যাপের বিনম্র শ্রদ্ধা

ঐক্য ন্যাপ “স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, যুদ্ধাপরাধী বিচার আন্দোলনের অগ্রসৈনিক, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা সংগঠক, সাহিত্যিক ও লেখক শহীদ জায়া বেগম মুশতারী শফী’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code