আগামী ১৭ জানুয়ারি কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

আগামী ১৭ জানুয়ারি কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী

Manual7 Ad Code

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৫ : আগামী ১৭ জানুয়ারি উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৩০ তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টি চত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমদ বকুল সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Manual3 Ad Code

অন্যদিকে, এ উপলক্ষে যশোর-নড়াইলের বাঁকড়ীতে কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে দু’দিনব্যাপি চলবে এ অনুষ্ঠান।

Manual3 Ad Code

Manual1 Ad Code

আগামী ১৭ জানুয়ারি শুক্রবার দুপুর বারোটায় অমল সেনের সমাধিতে অমল সেন স্মৃতিরক্ষা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নড়াইল-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম। দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন।পরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনও সংক্ষিপ্ত করা হতে পারে বলে জানালেন ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র সম্পাদক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস।

কমরেড অমল সেন স্মরণে শ্রীমঙ্গলেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অমল সেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code