জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার ৪২৫ বছর

প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার ৪২৫ বছর

Manual5 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা |

জিওর্দানো ব্রুনো কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মতবাদকে সমর্থন করেছিলেন যা ছিল বাইবেলের ‘সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে’-এই মতবাদের বিপরীত।

Manual7 Ad Code

জিওর্দানো ব্রুনো কোপার্নিকাসের সাথে সুর মিলিয়ে দৃঢ় প্রত্যয়ে বলেছিলেন,’সূর্য নয়, বরং পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে’। চার্চের প্রচণ্ড চাপের মুখে নতিস্বীকার না করে হাসিমুখে মৃত্যুকেই বরণ করে নিয়েছিলেন মহান জিওর্দানো ব্রুনো।

Manual4 Ad Code

আজ সেই কোপার্নিকাস-জিওর্দানো ব্রুনোর মতবাদই বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত। এমনকি খ্রীষ্টানরাও সেই বৈজ্ঞানিক সত্যকে মাথা পেতে মেনে নিয়েছে। ভ্যাটিকানের পোপও ভুল স্বীকার করেছে। পোপও বলতে বাধ্য হয়েছে, জিওর্দানো ব্রুনোর প্রতি অন্যায় করা হয়েছে।

Manual1 Ad Code

কোপার্নিকাসের আত্মত্যাগ যেভাবে বৃথা যায়নি, তেমনি আমাদের রাজীব- অভিজিৎ রায়দের আত্মত্যাগও বৃথা যাবে না। আজ হোক, কাল হোক, তাঁদের বলা সত্যগুলো অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তাঁরা টিকে থাকবেন মুক্তচিন্তা চর্চার ইতিহাসের সাথে।

কোপার্নিকাস সহ সকল অকুতোভয় সত্যান্বেষী, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাঁদের সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি —
“উদয়ের পথে শুনি কার বাণী,
ভয় নাই, ওরে ভয় নাই-
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।”

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code