বিমসটেকের ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব শুরু

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

বিমসটেকের ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব শুরু

Manual3 Ad Code

সাংস্কৃতিক প্রতিবেদক | নয়াদিল্লি (ভারত), ০৬ আগস্ট ২০২৫ : প্রথমবারের মতো ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব আয়োজন করল বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক। এর মধ্য দিয়ে এক নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা করল সংস্থাটি।

Manual2 Ad Code

‘সপ্ত-সুর’ নামে এই সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ‘সপ্ত-সুর’ নামটির মাধ্যমে যেমন বোঝানো হয়েছে সাতটি সুর, তেমনি এর মাধ্যমে বিমসটেকের সাত সদস্য দেশের ঐক্যকেও তুলে ধরা হয়েছে।

ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর আয়োজনে সোমবার শুরু হওয়া এ উৎসবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমসটেকভুক্ত সাতটি দেশের শিল্পী ও দর্শকরা অংশ নেন। উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্যের এক উজ্জ্বল মিলনমেলা তৈরি হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এই উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে লোকসংগীত, শাস্ত্রীয় ও দেশীয় সংগীতের এক অনন্য সংমিশ্রণ উপস্থাপিত হয়, যার প্রতিটি পরিবেশনায় উঠে আসে ঐক্য, বৈচিত্র্য ও আঞ্চলিক সংহতির বার্তা।

আয়োজকরা জানান, এই উৎসব সদস্য দেশগুলোর সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি মানুষে-মানুষে সম্প্রীতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual4 Ad Code

বিমসটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন আরও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার একটি আঞ্চলিক উদ্যোগ, যেখানে নানা বিষয়ে একসঙ্গে কাজ করে সদস্য দেশগুলো নিজেদের পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করে। সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code