সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫ : আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য— “পরিষ্কার হাত, জীবন নিরাপদ” এবং “সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস”।
হাত ধোয়ার অভ্যাস শুধু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য নয়, বরং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অন্যতম কার্যকর উপায় বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন। গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-১৯ সহ নানা সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।
২০০৮ সালে সূচনা
২০০৮ সালের ১৫ অক্টোবর সুইডেনের স্টকহোমে প্রথমবারের মতো বিশ্বব্যাপী গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ (GHP) এর উদ্যোগে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। এরপর থেকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ দিবস উদযাপনকে বৈশ্বিক জনস্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে গ্রহণ করে।
এর মূল উদ্দেশ্য হলো— সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসকে ব্যক্তিগত ও সামাজিক সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তোলা।
বাংলাদেশে দিবসের আয়োজন
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) উদ্যোগে দেশের সব জেলা, উপজেলা, স্কুল, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী,
সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা,
স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ,
জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমে প্রচারণা।
এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, “শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও অভ্যাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। পরিচ্ছন্ন হাতই একটি সুস্থ জাতি গঠনের ভিত্তি।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. রুবিনা হক বলেন,
“হাত আমাদের শরীরের সবচেয়ে ব্যবহৃত অঙ্গ। অপরিচ্ছন্ন হাতের মাধ্যমেই ৮০ শতাংশ সংক্রমণ ছড়ায়। নিয়মিত সাবান ও বিশুদ্ধ পানিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে হাসপাতালের সংক্রমণ, শিশুদের ডায়রিয়া ও মৌসুমি রোগ অনেকাংশে কমে যাবে।”
শিশু ও পরিবারে শিক্ষা গুরুত্বপূর্ণ
বিশেষজ্ঞরা মনে করেন, পরিবার থেকেই শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর, হাঁচি-কাশির পর বা ময়লা ছোঁয়ার পর সাবান দিয়ে হাত ধোয়া উচিত—এই বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে এবারের দিবসজুড়ে।
সচেতনতা থেকে অভ্যাসে রূপান্তর
বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং সারাবছর ধরে সচেতনতা থেকে অভ্যাসে রূপান্তর ঘটানোই এ উদ্যোগের লক্ষ্য।
কারণ, “পরিষ্কার হাত মানেই নিরাপদ জীবন, নিরাপদ পরিবার, নিরাপদ সমাজ।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি