সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ২৫ অাগস্ট ২০২০ : করোনাকালীন সময় বিবেচনায় এইচএসসির ভর্তি ফি ৫০% মওকুফের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অতুলন দাস আলোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় উক্ত মাননবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাচিত সিনেট সদস্য সাদাকাত হোসেন খান বাবুল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে এইচএসসি ভর্তির কার্যক্রম শুরু করেছে। প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এবার বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে ভর্তি হতে প্রস্তুতি নিচ্ছে। তারা অনলাইনে ফরম পূরণ করছে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের লক্ষ্য করছি, করোনাকালীন সময়ে অসংখ্য মানুষ তার কর্ম হারিয়েছে, কমেছে জনসাধারণের আয়। এমতাবস্থায় করোনাকালীন সময়ে জনসাধারণের অর্থনৈতিক মন্দা বিবেচনায় এইচএসসি’র ভর্তি ফি নূন্যতম ৫০% শতাংশ কমানোর জন্য সরকারের যথাযথ উদ্যোগ নেয়া উচিত। অন্যথায় অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোনভাবেই কাম্য হতে পারে না।
ছাত্রমৈত্রী গত ১৯ জুলাই শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা দিতে সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানিয়েছিল। সে জন্য শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয় সংগঠনটি। সম্প্রতি ইউজিসি শিক্ষামন্ত্রণালয়কে শিক্ষার্থীদের ঋণ সহায়তা দেয়ার প্রস্তাব করায় স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ একইভাবে এইচএসসির ভর্তি ফি ৫০% মওকুফের জন্য অনতিবিলম্বে যথার্থ উদ্যোগ গ্রহনের আহ্বান জানায়।
উক্ত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাফিউর রহমান সজীব, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াতুননেসা রুমা, কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম খান শিশির প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D