চাই তিন বছর মেয়াদি সামষ্টিক অর্থনীতির পরিকল্পনা: রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

Manual7 Ad Code

ঢাকা, ২৯ এপ্রিল ২০২০: “করোনা প্রাদুর্ভাবের কারণে অর্থনীতিতে বড় ধরনের সংকট আসছে আমাদের সামনে। সংকট মোকাবিলায় এখন পরিকল্পনা নিতে হবে। তিন বছর মেয়াদি সামষ্টিক অর্থনৈতিক

Manual5 Ad Code

রাশেদ তিতুমির

Manual2 Ad Code

পরিকল্পনা নেওয়া উচিত সরকারের। এই পরিকল্পনার অংশ হিসেবে এবারের বাজেট ঘোষণা করতে হবে।” বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর অামাদের প্রতিনিধির সাথে অালোচনাকালে এসব কথা বলেছেন।

তিনি বলেন, এ জন্য নতুন ধরনের রাজস্ব নীতি ও মুদ্রানীতি করতে হবে।
রাশেদ আল মাহমুদ বলেন, ‘আমাদের এখন প্রায় ২৫ শতাংশ পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি হয়েছে। দেশের অধিকাংশ মানুষ নিম্নবিত্ত পর্যায়ের।
খাদ্য জোগাড় করা এদের জন্য কঠিন। প্রান্তিক দরিদ্র লোকেরা হয়তো কিছু ত্রাণ পাচ্ছে। কিন্তু অধিকাংশ নিম্নবিত্ত, যাদের কঠিন সময় পার করতে হচ্ছে। এদের জন্য এখনই ন্যূনতম ১৫ হাজার টাকার সর্বজনীন সহায়তা ভাতা তহবিল করা উচিত। এই ভাতা এনআইডি নম্বরের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া যেতে পারে। অর্থাৎ দুর্যোগকালীন প্রত্যেক ব্যক্তিকে ১৫ হাজার টাকা ভাতা দিতে হবে, যাতে মানুষ খাদ্য কিনতে পারে। ’ তিনি বলেন, ‘এখন কৃষি মৌসুম চলছে, কৃষিজমিতে ফসল আছে কিন্তু শ্রমিক নেই। শ্রমিকের উদ্বৃত্ত এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক নিতে হবে। আর তা করতে হবে নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। এসব ফসলের পচনশীল পণ্য সরকারকে ক্রয় করে শহর এলাকায় নিয়ে আসতে হবে। সেখানে বিক্রির ব্যবস্থা করতে হবে। অপচনশীল পণ্য ক্রয় করে মজুদ করতে হবে ভবিষ্যতে বিতরণের জন্য।
তিনি বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা এখন বন্ধ। ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো কাজ করতে পারছেন না।
তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে ব্যবসা চালু রাখতে হবে। এসএমই খাতে বিশেষ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ দিতে হবে। সরকার বৃহৎ শিল্পে যে প্রণোদনা দিয়েছে, দেশের বাস্তবতায় সংকট সময়ে ব্যাংকগুলো ঋণ দিতে এগিয়ে আসবে না। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের কথা বলা হলেও ব্যাংকগুলোকে উৎসাহী করা না গেলে বিনিয়োগ করবে না তারা। এ জন্য ঋণ গ্যারান্টি স্কিম করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে সার্ভিস চার্জ দেওয়া যেতে পারে বা স্বল্প সুদে অর্থ সরবরাহ করা যেতে পারে। খেলাপি সুবিধা যারা নিয়েছেন তাদের সুবিধা দেওয়া যাবে না।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code