বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২১: সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন।

একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।
পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ ও গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর সাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান ।
উল্লেখ্য, বাংলা একাডেমি ১৯৬০ সাল থেকে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করে আসছে।

বাংলা একাডেমি কর্তৃক ২০২০ সালের সাহিত্য পুরস্কারর জন্য মনোনীত ও ঘোষিত হওয়ায় ১০ ব্যক্তি যথাক্রমে কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ ও গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর সাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ