সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
সিলেট:
করোনাভাইরাসের কারণে লকডাউনে আটকে পড়া ১৫৭ জন ব্রিটিশ নাগরিক বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ছেড়েছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের (বিজি-৪০০৬) বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।এর আগে সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৫৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন,১৫৭ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে বিমানের শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।বিমানবন্দর সূত্র জানায়,ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়।এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট আগামী ২৩,২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।যাত্রীদের প্রত্যেকের পাসপোর্ট খতিয়ে দেখে বিমানে তোলা হয়েছে।যাত্রীরা তাদের সঙ্গে ২০ কেজি করে মালামাল নিতে পারছেন।বিমানে দুইজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করবেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D