সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
শ্রীমঙ্গল, ২৫ এপ্রিল ২০২০: শ্রীমঙ্গলে এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ক্যাশিয়ার (২৬)। তার বাসা ঢাকার যাত্রাবাড়ীতে। এটি শ্রীমঙ্গলে প্রথম করোনা আক্রান্তের ঘটনা।
শুক্রবার রাতে প্রশাসনের পক্ষ থেকে ওই রোগীর ভাড়া বাসা শহরের মৌলভীবাজার রোডের এআর বিল্ডিং ও পাশের একটি বিল্ডিং লকডাউন করা হয়েছে। এছাড়া এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুত্রুবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে তার করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ প্রতিবেদন এসেছে।
এক সপ্তাহ আগে তার জ্বর আসে। গত মঙ্গলবার স্বেচ্ছায় তিনি হাসপাতালে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করান। রাতে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
খবর পেয়ে রাত ১২টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তাকে আলাদা রুমে স্থানান্তর করেন । এসময় অন্যদেরও পৃথক করা হয়।
তবে করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তা অাল অামিন অনেকটা সুস্থ আছেন।
এদিকে ব্যাংকের অন্য কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D