এক বিপ্লবী মা ‘ফার্ক-এর গেরিলা নেত্রী জুলিয়া কার্লোস’-এর চিঠি

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২০

এক বিপ্লবী মা ‘ফার্ক-এর গেরিলা নেত্রী জুলিয়া কার্লোস’-এর চিঠি

হাফিজ সরকার, ১০ জুন ২০২০ : ২০০৪ সালের মার্চ মাস, কলম্বিয়ার গহীন জঙ্গলে পুলিশের অভিযানে ধরা পরেন ফার্ক-এর গেরিলা নেত্রী জুলিয়া কার্লোস। সেই সময়ে জুলিয়াকে খুব বিষন্ন দেখে ওকে জিজ্ঞেস করা হয়েছিলো তুমি কি ভীত, সে বলেছিলো না, আমি ভীত নই মানবতা প্রতিষ্ঠায় আমি আমার পথে এসেছি। আমি মৃত্যুকে ভয় পাইনা, তবে আমি এইখানে আমার সবচেয়ে দামি সম্পদকে রেখে যাচ্ছি তাই ভাবছি,,,,,,, ২০১৩ সালের ৬ মার্চ জুলিয়ার লেখা চিঠি ” তেবেজ, সোনা আমার,,,অজস্র ভালোবাসা রইল। জানিনা তুমি কেমন আছ, কোথায় আছ। কেমন মা আমি যে, এটাও যানিনা তুমি এখন দেখতে কেমন হয়েছ, আমার মতো না বাবার মতো।

তোমাকে দেখিনা ৯ বছর হয়ে গেছে, জেলের এই অন্ধকারে তোমার কথা ভেবেই দিন কাটাই। ভাবি সেই জংগলের কথা, সেই চাঁদনী রাতের কথা যে রাতে তুমি জন্মেছিলে। তুমি আমার জীবনে নক্ষত্র হয়ে এসেছিলে, আর সেই নক্ষত্রকেই আমি রেখে দুরে চলে এসেছি। তুমি আমাকে কখনো ভুল বুঝোনা, কারন আমি যা করেছি তা ভালোই করেছি। তুমি এটা যেনে রেখ তোমার মা অস্ত্র ধরেছে একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্যে। যে সমাজে তোমার মত লাখো নক্ষত্র জন্ম নিবে যারা একটি শোষন মুক্ত সমাজে বেরে উঠবে। সোনা আমার তুমি নিশ্চই আমাকে ভুল বুঝবে না, আমি আশা রাখি সেই অন্ধকারে রেখে আসা আমার নক্ষত্রটি একদিন বড় হয়ে, সেই সমাজ গড়ার জন্য লড়বে যে সমাজের স্বপ্ন তার মা দেখেছে।,,,,,,,,,,, ভালো থেক,,,, শুভ কামনা রইলো।

এ সংক্রান্ত আরও সংবাদ