সিলেট ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
সৈয়দা হাজেরা সুলতানা, ১৮ জুন ২০২০ : ইতিহাসের জ্ঞাণ অর্জন ভিন্ন সমাজবিপ্লবের চিন্তা করাই মূর্খতা। অার তাই নিম্নে একটি বইয়ের উপর অালোচনা করা হলো। ‘ভারতবর্ষের ইতিহাস’। [ডাউনলোড লিংক সহ ] দেওয়া হলো।
১৯৩৮ সালের একটি বক্তৃতায় কমরেড মাও সেতুং বলেন, ” কোনো রাজনৈতিক দলের পক্ষেই একটি মহান বিপ্লবী সংগ্রামকে নেতৃত্ব দেয়া সম্ভব নয় যদি না দলটি একটি বিপ্লবী তত্ব ধারণ করে, এবং ইতিহাসের জ্ঞান রাখে এবং বাস্তব লড়াই সংগ্রামের ব্যাপারে দলটির বিস্তারিত ও গভীর দখল থাকে। ”
প্রতিটি বিপ্লবী কর্মীর জন্য ইতিহাস জানাই কেবল যথেষ্ট নয় সেই ইতিহাসকে ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা, কোনো প্রকার আরোপিত সত্য ও অযুক্তিকে পরিহার করা এবং ইতিহাসের গতিপথ যে শ্রেণীসংগ্রাম নির্ধারণ করে সেই শ্রেণীসংগ্রাম এর নিরিখে তার ব্যাখ্যা বোঝাও কর্তব্য। আমাদের জন্য সামগ্রিক ইতিহাস অন্ততপক্ষে সাধারণভাবে আর ভারতবর্ষের ইতিহাস বিস্তারিতভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ একটা অমূল্য বই শেয়ার করলাম যেটা একেবারে প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে ১৯৭৫ সাল পর্যন্ত ভারতের ইতিহাস লিপিবদ্ধ করেছে। প্রগতি প্রকাশনের এই বইটিও সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সফলতার বহু নিদর্শনের একটি অনন্য নিদর্শন। তিনজন রুশ গবেষক ও লেখক আর দুজন বাঙালি দক্ষ অনুবাদকের শ্রম এই বইটিকে একটি সফল বাস্তবতার রুপ দিয়েছে। প্রতিটি সূচীতে প্রতিটি অধ্যায় ও অনুচ্ছেদের লিংকিং করা আছে। আপনি ট্যাপ করলেই নির্দিষ্ট অধ্যায়ে চলে যাবেন। এই বইটি আপাতত পড়ছি।
ভারতবর্ষ ও বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভূটান, আফগানিস্তান, ইরান এই পুরোটা অঞ্চল জুড়েই কি ঘটেছিল এবং ক্রমে ভারতবর্ষের ইতিহাস কিভাবে শোষক শ্রেণী আর শোষিত শ্রেণীর সংঘাতে গতিশীল ছিল তার একটি চমৎকার বিস্তারিত বিবরণ এই বইটিতে রয়েছে। দার্শনিক লড়াই এর গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে যার বিবরণ ইতিহাস গ্রন্থে অন্তর্ভূক্তি গতানুগতিক ইতিহাসে দেখা যায় না। বইটি প্রতিটি সচেতন মানুষের অবশ্যপাঠ্য বই এর তালিকায় থাকা উচিৎ বলেই মনেকরি।
এর আগে এই বিষয়ে পড়া বইটি কার্ল মার্ক্সের ভারতীয় ইতিহাসের কালপঞ্জি। ওভাবে ইতিহাস মনে থাকে কিন্তু তার আগে সামগ্রিকভাবে জানা আবশ্যক। মার্ক্স এটা গবেষণার জন্য করেছিলেন এবং বইটি একজন অসাধারণ গবেষকের নোট। এতে আমাদের কাজ চলে যখন প্রথমে সবিস্তারে ইতিহাসটা জানা যায়। এই বইটা সেই দুটা উদ্দেশ্যই সফল করে। বইটি বিশাল, মোট ৭৮৪ পৃষ্ঠার । এই বিশাল অথচ সুখপাঠ্য বইটি প্রগতি প্রকাশনের বহু অমূল্য উপহারের একটি । আপনি শুরু করবেন আর ক্রমাগত শেষ করার তাড়াও অনুভব করবেন কেননা আপনাকে এটা আবার পড়তে হবে একটু বিস্মৃত হলেই।
ইতিহাসের জ্ঞাণ অর্জন ভিন্ন সমাজবিপ্লবের চিন্তা করাই মূর্খতা। প্রিয় সহযোদ্ধারা বইটি সংগ্রহ করে পাঠ করবেন ধীরে ধীরে। এর হার্ড কপি সম্ভব হলে সংগ্রহ করার পরামর্শ রইল।
বই এর বিস্তারিত
বই : ভারতবর্ষের ইতিহাস
বিষয় : প্রাচীন প্রস্তর যুগ হতে ১৯৭৫ সাল পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস
লেখক : কো.আন্তনোভা, গ্রি.বোনগার্দ, গ্রি.কতোভ্স্কি
অনুবাদক : মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, দ্বিজেন শর্মা
প্রকাশনী : প্রগতি প্রকাশন, মস্কো
প্রথম প্রকাশ : ১৯৮২
পৃষ্টা সংখ্যা : ৭৮৪
আয়তন : ৫৯ মেগাবাইট
ফরম্যাট : pdf
ডাউনলোড লিংক :
https://drive.google.com/file/d/0BxAnPvqdqOAbTFpwOUk3VVpkVHM/view?usp=sharing
(সংগৃহীত)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D