কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস কর্তৃক রচিত গ্রন্থ ‘দাস ক্যাপিটাল’ প্রকাশের ১৭২ বছর

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০

কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস কর্তৃক রচিত গ্রন্থ ‘দাস ক্যাপিটাল’ প্রকাশের ১৭২ বছর

|| কৌশিক রায় || ২৪ জুন ২০২০ : বিশ্ব মানব মুক্তির পথ প্রদর্শক, সমাজবিপ্লবের আলোকবর্তিকা কার্ল মার্কস ও তাঁর বিশ্বস্ত বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস কর্তৃক রচিত হয়েছিল ‘দাস ক্যাপিটাল’ বা ‘পুঁজি’। এই গ্রন্থ প্রকাশের পর অাজ ১৭২ বছর পূর্ণ হয়েছে।

১৮৪৮ সালের ২৪ জুন প্রকাশিত এই গ্রন্থে মার্কস পুঁজিবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শ্রমিক শ্রেণী কর্তৃক পুঁজিবাদকে উৎখাত করে সমাজতন্ত্রের কথা বলেছিলেন। পুঁজিবাদী অর্থনীতি, উৎপাদন পদ্ধতি, অতি উৎপাদনশীলতা, উদ্বৃত্ত মূল্যের অর্থনৈতিক তত্ত্বায়নকে মার্কস সূত্রায়িত করেন তাঁর ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থে। মার্কসই প্রথম দেখিয়েছিলেন নিরন্তর শ্রেণিসংগ্রামের মধ্যে দিয়েই মানব সভ্যতার বিকাশ ঘটেছে।
মার্কসের আগে অনেক দার্শনিক মানুষের দুঃখ, দুর্দশাকে বর্ণনা করলেও মার্কসই প্রথম বলেন দুনিয়াকে নানাভাবে ব্যাখ্যা করার চেয়ে কাজের কথায় কীভাবে দুনিয়াকে পরিবর্তন করা যায়। মার্কসের দর্শন ছিল বস্তুবাদী। বস্তুই চেতনার নিয়ন্ত্রক। মার্কস তাঁর বস্তুবাদী দ্বন্দ্বতত্ত্বেই ব্যাখ্যা করেছেন সমাজের সব কিছুই উৎপাদনের উপর ও তার চালিকাশক্তির উপর নির্ভরশীল। শ্রম চুরি করেই পুঁজির উদ্ভব, পুঁজির ফুলে ফেঁপে ওঠা। উদ্বৃত্ত শ্রমের মাধ্যমে শ্রম চুরি করেই পুঁজির অতি মুনাফা থেকে জন্ম নেয় সামাজিক সংকট। বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির গভীর সংকট থেকে মুক্তির পথ খুঁজতে ভ্যাটিকান সিটির স্বয়ং পোপ বাইবেল নয়, মার্কস রচিত দাস ক্যাপিটালের তত্বের মধ্য দিয়ে সংকট মুক্তির পথ খুঁজেছেন। বর্তমান দুনিয়ায় লগ্নিপুঁজির দাপটে শিল্প পুঁজি উধাও হয়েছে। বাড়ছে বৈষম্য। বন্ধ হচ্ছে কলকারখানা।
প্রকাশের ১৭২ বছর পূর্ণ হলেও দাস ক্যাপিটাল এখনও প্রাসঙ্গিক। কারণ পুঁজিবাদ সংকট থেকে মুক্ত হতে পারেনি, বরং সংকট ঘনীভূ হয়েছে। তাই পুঁজিবাদের গভীর সংকট থেকে মুক্তির পথ খুঁজতে স্বয়ং ভ্যাটিকান সিটির পোপকে দাস ক্যাপিটালের আশ্রয় নিতে হয়। হ্যাঁ এখানেই মার্কসবাদ ও তাঁর দাস ক্যাপিটালের প্রাসঙ্গিকতা।এবছর মার্কসের দ্বিশত দুইতম জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠিত হচ্ছে ও হবে কমিউনিস্ট ইশতেহার বিষয়ক পাঠচক্র। চর্চা চলুক, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের বর্তমান স্তর অতিক্রম করে পরবর্তী স্তরে উন্নীত হবার বিরামহীন সংগ্রামের সাথে সাথে ঞ্জানের পরিধিও বিস্তৃত হউক।

এ সংক্রান্ত আরও সংবাদ