স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে মহামারীর প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে : মেনন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে মহামারীর প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে : মেনন

Manual4 Ad Code

ঢাকা, ২৭ জুন ২০২০: করোনা সংকটকালে যখন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশী নেতৃত্বের ভূমিকা পালন করার কথা ছিল। এই খাত এখন সমন্বয়হীনতা পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে মানুষের জীবনে গভীর সংকট এবং মহামারীর প্রাদুর্ভাব সবই বাস্তবে হচ্ছে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে করানোকে সঠিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে না।

Manual3 Ad Code

আজ ২৭ জুন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে “স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুনীতি বন্ধ কর, কোভিড-১৯ পরীক্ষা ও ফলাফল দ্রুত প্রাপ্তি নিশ্চিত কর, জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি কর শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে ভিডিওকলের মাধ্যমে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য দেন।

Manual7 Ad Code

কমরেড মেনন বলেন, ইতিমধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির্র তরফ থেকে আমরা ১৩ দফা কর্মসূচি দিয়েছি। এখানে স্বাস্থ্যখাতকে পুনগর্ঠনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবায় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুকি ভাতা, এমনকি সাংবাদিকদেরও স্বাস্থ্য ঝুকি ভাতার আওতায় অন্তর্ভুক্ত করার কথা আমরা বলেছি। এই তের দফার মধ্যে রয়েছে শ্রমিক এবং কৃষক যারা দিন আনা-দিন খাওয়া মানুষ তাদেরকে কিভাবে বাঁচিয়ে রেখে আমরা সামনে বাড়বো, সুতারাং এটা কেবলমাত্র একার কাজ নয়, এটা সবার কাজ, এবং সেই কাজ করতে গেলে আমাদের সকল রাজনৈতিক শক্তিকে এখানে সংশ্লিষ্ট করতে হবে কিন্তু দুঃর্ভাগ্য এই যে, এই ছয়মাসে আমরা এই কাজে রাজনৈতিক শক্তিকে সংশ্লিষ্ট করার কোন পদক্ষেপ লক্ষ্য করিনি কেবল নয় বরঞ্চ রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে। আমি আহবান জানাবো যে সেটা হলো স্বাস্থ্যখাতকে পুর্নগঠনের লক্ষ্যে কেবল নয় সামগ্রীকভাবে সমস্ত রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে এই বর্তমান সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার ব্যবস্থা নিতে হবে।

Manual2 Ad Code

কমরেড মেনন আরও বলেন, আমাদের নিজেদের কর্মীদেরও দায়িত্ব মানুষকে সচেতন করা, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা, এটাই আজকে সর্বোচ্চ উপায় হবে করোনা সংকট মোকাবেলা করার জন্য।

ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, মহানগর সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিউলী সিকদার, যুবমৈত্রীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সানী, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ তৌহিদ, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মহানগর সদস্য কমরেড বেনজির আহমেদ, কমরেড সাদাকাত হোসেন বাবুল খান, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, কমরেড তপন সাহা, কমরেড তাপস কুমার রায়, কমরেড তাপস দাস, কমরেড অতুলন দাস আলো, কমরেড ওমর ফারুক সুমন প্রমুখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code