দক্ষিণ আফ্রিকায় মারা গেলেন ম্যান্ডেলার কন্যা জিন্দজি: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

দক্ষিণ আফ্রিকায় মারা গেলেন ম্যান্ডেলার কন্যা জিন্দজি: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

জোহানেসবার্গ, ১৩ জুলাই ২০২০: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কনিষ্ঠ কন্যা জিন্দজি ম্যান্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।

তিনি মৃত্যুর সময় ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন।
সরকারি সম্প্রচার কেন্দ্র এসএবিসি পরিবেশিত খবরে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং অদম্য সংগ্রামী উইনি মদিকিজেলার ৫৯ বছর বয়সী কন্যা আজ ভোরে জোহানেসবার্গের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কনিষ্ঠ কন্যা জিন্দজি ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

বর্ণবাদ বিরোধী লড়াই সংগ্রামের ইতিহাসে এক গৌরবজনক ও অবিসংবাদিত কিংবদন্তি মহান নেতা, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কনিষ্ঠ কন্যা জিন্দজি ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ