শিক্ষক শিক্ষিকাদের জন্য অনলাইনে আইটি বিষয়ক বিশেষ ফ্রি ট্রেইনিং

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

শিক্ষক শিক্ষিকাদের জন্য অনলাইনে আইটি বিষয়ক বিশেষ ফ্রি ট্রেইনিং

Manual4 Ad Code

সৈয়দ অারমান জামী || শ্রীমঙ্গল, ১৭ জুলাই ২০২০ : শিক্ষক শিক্ষিকাদের জন্য অনলাইনে আইটি বিষয়ক বিশেষ ফ্রি ট্রেইনিং। এখন ঘরে বসেই বাড়ান আইটি দক্ষতা। ফ্রি ট্রেইনিং পেতে রেজিষ্ট্রেশন করুনঃ      https://forms.gle/5BhjaQr8xsSAa2Ut9

Manual3 Ad Code

অনলাইনে আমাদের এই বিশেষ ট্রেইনিং প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সকল পর্যায়ের শিক্ষকদের আইটি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ও শিক্ষার মানের বিকাশে সহায়তা করা।

Manual5 Ad Code

আইটি ট্রেইনিং এর চাহিদা এই মুহুর্তে দেশ জুড়ে শীর্ষে। দেশ জুড়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সুযোগ সুবিধাগুলো আরও তরান্বিত করতে প্রয়োজন সঠিক গাইডলাইন এবং কার্যকরী উপায়ের। বিশেষ এই ট্রেইনিংটি সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য।

বিস্তারিত জানতে এবং অনলাইনে বিশেষ এই ট্রেইনিংটি পেতে রেজিষ্ট্রেশন করুনঃ   https://forms.gle/5BhjaQr8xsSAa2Ut9

আমাদের এই বিশেষ প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যেন আইটির ব্যাসিক বিষয় থেকে শুরু করে এডভান্স সকল দিকই ঠিক রেখে অনলাইনে উন্নত এবং ক্লাস নেয়া সম্ভব হয়। এছাড়া ট্রেইনিং এ আরও যা যা থাকছে-

Manual7 Ad Code

? অনলাইন প্রেজেন্টেশন
? ইমেইল এটিকেটস
? অনলাইন ক্লাস এবং সফটওয়্যার ব্যবহারের কলা-কৌশল
?কোর্স মেটেরিয়াল প্রস্তুত করা এবং ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে গাইডলাইন
?অনলাইন সিকিউরিটি সংক্রান্ত বিষয়
?গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ প্রক্রিয়া

Manual1 Ad Code

মুলত বাংলাদেশে অনলাইন ভিত্তিক উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা।

বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করতে পারেনঃ m.me/creativeitinstitute

যোগাযোগ করতে পারেনঃ ০১৬২৪৮৮৮৪৪৪, ০১৬২৪৬৬৬০০০, ০১৯৯০৭৭৯৭৫১, ০১৯৯০৭৭৯৮০৭ নাম্বারে।
ওয়েবসাইটঃ https://www.creativeitinstitute.com

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code