ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ-এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অাজ

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ-এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অাজ

ঢাকা, ২৬ জুলাই ২০২০: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অাজ।

১৯৫৭ সালের ২৪ ও ২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সমগ্র পাকিস্তানের বাম,গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন রাজনৈতিক কর্মী ও নেতাদের ‘গণতান্ত্রিক কর্মী সন্মেলন’ নামক এক সমাবেশের আহবান করেন।সন্মেলনে দীর্ঘ আলোচনার পর ২৬ জুলাই পাক-মার্কিন সামরিক চুক্তি,সিয়াটো -সেন্টো চুক্তি, বাগদাদ প্যাক্ট ও মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এবং পূর্ব পাকিস্তান সহ পাকিস্তানের সকল প্রদেশ গুলির পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসনের পক্ষের রাজনৈতিক শক্তি হিসাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি মনোনীত করে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ নামের অসাম্প্রদায়িক রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে ।

এ সংক্রান্ত আরও সংবাদ