শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রমৈত্রী, ই বি শাখার ‘বই পাঠ ও সেরা লেখক প্রতিযোগিতা

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০

শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রমৈত্রী, ই বি শাখার ‘বই পাঠ ও সেরা লেখক প্রতিযোগিতা

Manual5 Ad Code

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), ১১ অাগস্ট ২০২০ : মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ‘বই পাঠ ও সেরা লেখক প্রতিযোগিতা’র আয়োজন করেছে।

বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
১। বই পাঠ প্রতিযোগিতার জন্য https://bit.ly/3fFxwGM লিংকে ক্লিক করে প্রদত্ত ফর্ম পূরনের মাধ্যমে আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২০ খ্রি. তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Manual1 Ad Code

২। ১৫ সেপ্টেম্বর, ২০২০ খ্রি. তারিখ রাত ৮টায় সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

৩। পরীক্ষার পূর্বে নিবন্ধনকৃত ইমেইলে প্রশ্নপত্রের লিংক পাঠানো হবে।

৪। সিলেবাসে উল্লেখিত বইসমূহ থেকে ‘এমসিকিউ’ পদ্ধতিতে ৫০টি প্রশ্ন করা হবে। সময় ৩০ মিনিট।

Manual3 Ad Code

৫। সিলেবাসে উল্লেখিত বইসমূহ ডাউনলোড করতে ক্লিক করুন: https://bit.ly/33MyoqQ
(`ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি’ বইয়ের শুধুমাত্র ছোটদের রাজনীতি অংশ থেকে প্রশ্ন করা হবে)

Manual4 Ad Code

সেরা লেখক প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:

১। বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সংস্কারের লক্ষ্যে পছন্দসই শিরোনাম দিয়ে সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখে পাঠিয়ে দিন subiu1983@gmail.com ঠিকানায়।

২। লেখা অপ্রকাশিত এবং মৌলিক হতে হবে।

৩। ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত উক্ত লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

৪। লেখা পাঠানোর শেষ সময় ১০ সেপ্টেম্বর, ২০২০ খ্রি.।

দৃষ্টি আকর্ষণ:
* বাংলাদেশের সকল নাগরিক উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
* সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে সারাদেশ থেকে প্রত্যেক বিভাগে ০৫ জনকে পুরস্কার প্রদান করা হবে।
* বই পাঠ প্রতিযোগিতায় নিবন্ধন করা আবশ্যক। সেরা লেখক প্রতিযোগিতায় নিবন্ধন করার প্রয়োজন নেই।
* প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৫১৫৬৯৪৪৭০, ০১৭৭৩৫৭৬৮১৮

এ সংক্রান্ত আরও সংবাদ