এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মাসুদুর রহমান

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মাসুদুর রহমান

Manual8 Ad Code

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২০: এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

Manual6 Ad Code

অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১০ সালে যুক্তরাজ্যের ওয়েলস ইন্সটিটিউট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশী ও বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে পরামর্শক হিসাবে কাজ করেছেন।
২০২০ কে এম হাবিব উল্লাহর মৃত্যুতে ফাউন্ডেশনের চেয়ারপার্সনের পদ শুন্য হয়। অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।

Manual7 Ad Code

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মাসুদুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ