নিজের ভালো লাগা থেকে কাজ শুরু করুন

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

নিজের ভালো লাগা থেকে কাজ শুরু করুন

|| রোকসানা বেবি || দিনাজপুর থেকে, ১৭ সেপ্টেম্বর ২০২০ : আমি আমার পছন্দের বিষয় নিয়ে পড়তে পারিনি (একাডেমিক)। ফলস্বরূপ, পড়তে ভালো লাগে না।

আমি যদি পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেতাম, তাহলে এই অনিহাটুকু আসতো না।
পড়ালেখার মতোই আপনার কাজকে যদি ভালোবাসতে না পারেন তাহলে কয়েকদিন পরেই অনিহা চলে আসবে। আর সামনে আগাতে পারবেন না। মাঝপথেই হয়তো ছেড়ে দিতে হবে।

তাই কেউ একজন করছে,বা কেউ লাখপতি হয়েছে দেখে কাজ শুরু না করে, নিজের ভালো লাগা থেকে কাজ শুরু করুন। যেটাতে আপনি পারদর্শী, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে লেগে থাকতেও ভালো লাগবে।
#
রোকসানা, দিনাজপুর থেকে।
সাথে আছি হাতে আঁকা কুহুরিণী নিয়ে

এ সংক্রান্ত আরও সংবাদ