সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক || মৌলভীবাজার, ২১ সেপ্টেম্বর ২০২০ : মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মিছবাহুর রহমান।
মনোনয়ন প্রাপ্ত মিছবাহুর রহমান জানান, ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমানের মৃত্যুর পর এ পদটি শূন্য হয়। এরপর গত ৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে অস্থায়ী চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমিকে। বর্তমানে সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আওয়ামীলীগের মনোনয়ন পেতে মিছবাহুর রহমান, সৈয়দা সায়রা মহসীন, মোঃ ফিরোজ, এম এ রহিম, সৈয়দ বজলুল করিম, সাইফুর রহমান বাবুল, মুহিবুর রহমান তরফদার ও নাহিদ আহমদ দলীয় মনোনয়নের জন্য জোর লভিং করেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমানকে মনোনীত করে।
জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D