দুর্যোগ মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ড. আরেফিন সিদ্দিকের

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

দুর্যোগ মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ড. আরেফিন সিদ্দিকের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা, ০২ অক্টোবর ২০২০ : করোনা মহামারীসহ সকল জাতীয় দুর্যোগ মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার সামাজিক সংগঠন জনলোকের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনলোকের লোগো উন্মোচনের শুরুতে ড. আরেফিন সিদ্দিক আরো বলেন, করোনার এই মহামারীতে জনলোক যে সাহসী উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা তরুণ প্রজন্মকে উৎসাহ যোগাবে।

তিনি বলেন, সামাজিক মুক্তির কথা বলেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মানবিক চেতনায় সামাজিক মুক্তির কথা বলছেন আজকের তরুণরা। এই তরুণরা যদি সামাজিক চেতনা জাগ্রত করতে মানুষের পাশে দাঁড়ান, অবশ্যই আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ।

করোনা প্রতিরোধে দেশবাসীকে মাস্ক পরার আহ্বান জানিয়ে এই শিক্ষাবিদ বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষায় মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন।

জনলোকের কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং মুক্তার হোসেন নাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তানভীর রুসমত, ড. সঞ্জীব রায়, সজল রায় প্রমুখ।

উল্লেখ্য জনলোক করোনার এই দুঃসময়ে সারাদেশের ৮টি বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা এবং উপজেলার গ্রাম পর্যায়ে মানুষকে অর্থনৈতিক সহযোগিতা সহ মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। ভবিষ্যতেও জনলোক মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়বে।

এ সংক্রান্ত আরও সংবাদ