সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
বিশেষ প্রতিনিধি || রাজশাহী, ২০ অক্টোবর ২০২০ : জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং সংগঠনকে ওয়ার্ড পর্যায়ে আরও শক্তিশালী করতে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। তিনি বলেন, ওয়ার্কার্স পার্টিকে আরও সুসংগঠিত করতে হলে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শহীদ জামিল আকতার রতন স্মৃতি সংসদে পার্টির ১ নং ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি আদিলুজ্জামান আদিল।
সভায় দেবাশিষ প্রামানিক দেবু বলেন, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ওয়ার্কার্স পার্টিকে আরও বেশি শক্তিশালী হতে হবে। ওয়ার্ডভিত্তিক সংগঠনগুলো শক্তিশালী হলে ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল হিসেবে গণমানুষের আস্থা অর্জনে আরও জোরালো ভূমিকা রাখতে পারবে। তাই পার্টিকে আরও সুসংগঠিত করতে হলে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
ওয়ার্কার্স পার্টির ১ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সামসেদ হোসেন মডির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর কমিটির সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, মোশারফ হোসেন, মহানগর সদস্য সীতানাথ বণিক প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D