গুটিপোকা’র ৭ম জন্মদিন অাজ

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

গুটিপোকা’র ৭ম জন্মদিন অাজ

অাফসানা সুমী || ঢাকা, ২৩ জানুয়ারি ২০২১ : গুটিপোকা’র ৭ম জন্মদিন অাজ।। ❤️❤️❤️💙💚🧡💜

৭ বছরের এই শৈশবকালে অনেক চড়াই উৎড়াই পাড় করেছে গুটিপোকা। অনেকবার হারিয়ে যেতে যেতে আবার ফিরে এসেছে। অনেক সংকটে একা লড়ে গেছে।

এমনকি একটা ক্ষুদ্র ভাইরাস কতটা স্থবিরতা এনে দিতে পারে জীবনে তাও দেখেছে গুটিপোকা। আমার এই ছোট মেয়েটার অভীজ্ঞতার ঝুলি বেশ বড়, তাই না?

গুটিপোকার সাথে জড়িয়ে গেছে উই, অবিচ্ছেদ্য এক ভালোবাসার বন্ধনে।

গুটিপোকার শুভাকাংখী সবাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও আদর নেবেন। গুটিপোকার আংগিনায় সবাইকে স্বাগতম। আর যেতে যেতে আপনার শুভ কামনা রেখে যাবেন কিন্তু গুটিপোকার জন্য। 🥰🥰🥰🥰

এ সংক্রান্ত আরও সংবাদ