উই এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১

উই এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে

গোলাম ফরিদা ছন্দা || ঢাকা, ০৪ মার্চ ২০২১ : কেমন আছেন উই বন্ধুরা? একদম ইচছা করে দেরি করিনি ,হয়তো গ্যারাকলে পরে গেছি। আমি কিন্তু পোস্ট দিয়ে ই গেছি কিন্তু পোস্ট আপলোড হয়নি! সে যাই হোক উই এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। এ গতিকে ধীর করবার বা থামিয়ে দেয়ার সাধ্য কার?? নাসিমা আক্তার নিশা আপু আর রাজীব আহমেদ ভাইয়া উই ভেলার দুই প্রান্তের দুই কাণ্ডারী! মানে হাল ধরে আছেন শক্ত করে আর আমরা দশ লক্ষের বেশি উই বন্ধুরা মাঝখানের দুই পাশে বৈঠা নিয়ে বসেছি শক্ত হাতে, বৈঠা পিছলে যেতে চাইবে, ফসকে যেতে চাইবে, থেমে যেতে চাইবে কিন্তু কোন আটকে যাওয়াকেই আমল দেয়া যাবেনা। বুঝতে পেরেছেন তো সবাই ??? আমি অন্ততঃ এটাই বুঝি । আমি তো কেবল আমি নই ! আমি মানে আমরা । মানে We are We……মনে আছে তো???

এবার কাজ নিয়ে একটু বলি….এখনো জুমের প্রেমেই আটকে আছি 😍 থাকবো আরো কিছুদিন । যেহেতু শাড়ি নিয়ে কাজ তাই নতুন শাড়ির সাথে প্রেম কিংবা ভালোবাসা করতেই হয়, তা নাহলে সে আপন হবে কেমন করে? যখন আপন হয়ে যাবে তখন নিশ্চিন্ত হবো। আর শাড়ির আপন হওয়া মানে কিন্তু পরের ঘরে চলে যাওয়া। ভালোবাসা র শাড়িটিকেই পরের ঘরে পাঠাতে হয়। যাতে অন্যরাও তাকে আপন করে নিতে পারে সানন্দে। এখানেই আমার সার্থকতা । 🥰😍

আজ আপনাদের সামনে হাজির হয়েছি চুমকি জুম শাড়ি নিয়ে । একবার দেখে নিন আমার এই ভালো বাসার শাড়ি কে আপনাদেরও কতো ভালোবসাতে ইচ্ছে করে । কি যে রঙ বৈচিত্র্য ! অসাধারণ!🤩🤩
ভালো থাকবেন সবাই, ভালোবাসবেন সবাইকে।
🌺🌺🌺
আমি গোলাম ফরিদা ছন্দা Golam Farida Chhonda
☘ স্বত্বাধিকারী ☘

🌺রূপসী নন্দিনী
শাড়িতে নারী 🌺

এ সংক্রান্ত আরও সংবাদ