শাল্লায় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন: শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশে সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

শাল্লায় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন: শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশে সৈয়দ আমিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক || শ্রীমঙ্গল, ২০ মার্চ ২০২১ : “মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজনেই সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ও উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ” ২০ মার্চ ২০২১ শনিবার সকালে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্তরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এ দাবী করেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা।
ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রনি সরকারের সঞ্চালনায় আরও রক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পাল, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভূঁইয়া, ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক মিলি রায়, ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের অর্থ সম্পাদক স্বাধীন দেব প্রমূখ।
বক্তারা সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ