কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক পরিধানের বিকল্প নেই: শ্রীমঙ্গলে এসএসসি ‘৯১ ব্যাচের বক্তারা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক পরিধানের বিকল্প নেই: শ্রীমঙ্গলে এসএসসি ‘৯১ ব্যাচের বক্তারা

Manual2 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২০২১ : “কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক পরিধানের বিকল্প নেই ” শ্লোগান সামনে রেখে শ্রীমঙ্গলে এসএসসি ‘৯১ ব্যাচের কিছু বন্ধুদের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা, স্টেশন রোড, মৌলভীবাজার রোড, কলেজ রোড, নতুন বাজার ও পুরান বাজারে ২ হাজার মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২১) বিকাল ৪ ঘটিকায় দীংপঙ্কর
ভট্টাচার্যের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯১ এসএসসি ব্যাচের সুদর্শন শীল, ঝলক দত্ত, রিপন দাশ, বিশ্বজিৎ রায়, গোলাম মোস্তফা, বিজন চন্দ্র দেবনাথ, মিল্টন বড়ুয়া, সুনন সরকার, মিটন দেব, সুজিত অধিকারী, তপন রায়, মোবারক হোসেন, অভিজিত রাজকুমার প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নান্টু রায়, শিক্ষক আবুল কাশেম, দৈনিক তৃতীয় মাত্রার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপক দত্ত, ৫২ টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি তিমির বণিক, দৈনিক সন্ধ্যা বানীর শ্রীমঙ্গল প্রতিনিধি রুমন চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

সভাপতি দীংপঙ্কর ভট্টাচার্য লিটন বলেন, ‘দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধির পর সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পথচারিদের মধ্যে মাস্ক, সচেতনতামুলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ