বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক: ঝি শেলি ওয়াং

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১

বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক: ঝি শেলি ওয়াং

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), ০৭ মে ২০২১ : মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির ২৭ বছরের সংসার ভেঙে গেছে। তবে তাদের বিচ্ছেদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চীনা সুন্দরী নারীকে দায়ী করে গুজব ছড়ানো হচ্ছে!

চীনা সুন্দরী ওই নারী হচ্ছেন ঝি শেলি ওয়াং। তিনি ‘বিল অ্যান্ড ফাউন্ডেশনের’ অনুবাদক।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ঝি শেলি ওয়াং বলেছেন, বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, ২০১৫ সাল থেকে বিলের ওই ফাউন্ডেশনে অনুবাদক হিসেবে কাজ করছেন ৩৬ বছর বয়সী শেলি। বিল-মেলিন্ডা দম্পতির বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিল গেটস ও তাকে জড়িয়ে নানা গুজব ছড়াতে থাকে। বিল গেটসের সঙ্গে তার অন্তরঙ্গতা বিচ্ছেদকে ত্বরান্বিত করেছে বলেও অভিযোগ করেন অনেকে।

পরে এ নিয়ে মুখ খোলেন ঝি শেলি ওয়াং। চাইনিজ সোশ্যাল মিডিয়া উইবো-তে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি মনে করেছিলাম, গুজবটি এমনিতেই চলে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়তে শুরু করে।
এসব ভিত্তিহীন গুজবে সময় ব্যয় করেন না বলেও জানান তিনি।

ঝি শেলি ওয়াং তার স্ট্যাটাসের শেষে ‘গেটস বিবাহবিচ্ছেদ, একজন নির্দোষ চীনা মেয়ের বদনাম করতে কিছু দুশ্চরিত্র মানুষ গুজব ছড়াচ্ছে’ শিরোনামের একটি গল্পের লিঙ্কও জুড়ে দেন।

প্রসঙ্গত সাত বছর প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেছিলেন বিল গেটস ও মেলিন্ডা। সম্প্রতি দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ