“করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে শ্রীমঙ্গলে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের অনলাইন সভা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

“করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে শ্রীমঙ্গলে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের অনলাইন সভা

Manual1 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ২৯ জুন ২০২১: করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন’ ২০২১) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল’র উদ্যোগে এবং টিঁআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল-সাদেক ও সহকারি শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী এবং আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ভূঁইয়া।

Manual8 Ad Code

তাঁরা করোনাকালীন সংকট মোকাবেলায় শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিস কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ তুলে ধরে বলেন যে সংকটকালীন সময়ে তাদের নানান উদ্যোগের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ ছাত্র-ছাত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। করোনাকালে শ্রীমঙ্গল এর অনলাইন শিক্ষা কার্যক্রম এবং ওয়ার্কশীট তৈরী ও বিতরণ বেশ প্রশংসার দাবী রাখে। ছাত্র-ছাত্রীদের একাডেমিক পড়ালেখার সাথে যুক্ত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিতে কাজ করছে উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এছাড়া বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ জানান যে তাঁরা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সাথে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষকগণ শিক্ষার্থীদের হোম ভিজিট অব্যাহত রেখেছেন। তবে একই সাথে তাঁরা করোনা মহামারির এই অবস্থা চলমান থাকলে বরুনার হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের ধরে রাখা কঠিন হবে বলে আশংকা প্রকাশ করেন।
এ মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি জলি পাল। এছাড়া আরো বক্তব্য রাখেন বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, শিখা রানী রায়, অষ্টমী দেব, শেরী রানী দে, দীপা পাল, রেশমা বেগম, সনাক সদস্য জহর তরফদার, শাহ আরিফ আলি নাসিম, অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, স্বজন আহবায়ক দেলোয়ার হোসেন মামুন এবং সদস্য সৈয়দ ছায়েদ আহমদ।
আলোচনায় করোনাকালীন সংকটে শিক্ষার্থীদেরকে শিখন প্রক্রিয়ার সাথে যুক্ত রাখতে জাতীয়ভাবে গৃহীত কার্যক্রমসমূহে সর্বোচ্চ সংখ্যাক শিক্ষার্থীকে সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার কাজটি আরো গতিশীল করা; বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলার দুর্গম, চা বাগান এবং পাহাড়ী এলাকার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। চলমান সময়ে শিক্ষকদের হোম ভিজিট সংক্রান্ত, বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ সম্পর্কিত, বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত՜ভরাট এবং খেলার মাঠ তৈরী সংক্রান্ত, জেন্ডার বান্ধব/জেন্ডার সম্পর্কিত ইস্যু, এসএমসি’র কার্যকারিতা বৃদ্ধি এবং বিদ্যালয়ে সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, দায়-দায়িত্ব সংক্রান্ত বর্তমান পরিপত্র বিষয়ক প্রশিক্ষণ আয়োজন, উপজেলার শিক্ষা অফিস সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংরক্ষণ, হালনাগাদকরণ এবং উন্মুক্তকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্যকর্মকর্তা নিয়োগের জন্য চিঠি ইস্যু, উপজেলা শিক্ষা অফিস শ্রীমঙ্গল এর ওয়েব পোর্টাল এর তথ্য সমূহ আপডেট করা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের একান্ত প্রচেষ্টায় কোমলমতি শিশুদের মধ্যে নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে সংগৃহিত বর্ণমালায় নীতিকথা বইটি শিক্ষা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং দ্রুততম সময়ের মধ্যেই বইগুলো ১৩৮ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে বিতরণ এবং অনলাইনে এর সফট কপিও বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক কার্যকর মনিটরিং ব্যবস্থা আরো বাড়ানো এবং উল্লিখিত গর্ত ভরাটের জন্য প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি আবেদন করার জন্য অনুরোধ করা হয়। আগামী জুলাই অথবা আগস্ট মাসের মধ্যে উক্ত গর্তভরাটের জন্য বাজেট বৃদ্ধির জন্য পিআইওকে অনুরোধ করা এবং বিষয়টি নিয়ে আরো গভীর ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক বলেন সনাক সব সময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আজকের আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে বিশেষ করে সনাক বদলী জনিত কারনে উপজেলা শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল আপডেট করা, তথ্য কর্মকর্তা নিয়োগ এবং দৃশ্যমান স্থানে স্থাপন করা, কোমলমতি শিশুদের জন্য টিআাইবি কর্তৃক তৈরীকৃত বর্ণমালায় নীতিকথা বইটি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের হাতে তুলে দেয়ার জন্য যে সুপারিশ ও প্রস্তাবনা দিয়েছেন তা দ্রুততম সময়ের মধ্যে করা হবে। এতে তিনি সনাকের অব্যাহত সহযেগিতা ও পরামর্শ কামনা করেন। এসময় তিনি প্রাথমিক শিক্ষাখাতের সকল উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে সম্পন্নকরণে উদ্যোগ গ্রহণ এবং ব্যয় কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও কাজ করবেন বলে উল্লেখ করেন।
সবশেষে সনাকের পক্ষ থেকে প্রস্তাবনা ও সুপারিশগুলো পত্রের মাধ্যমে উপজেলা শিক্ষা কর্তকর্তাকে প্রদান করা হবে বলে সনাক সভাপতি উল্লেখ করেন।

Manual1 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual6 Ad Code