সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
।| নাহিদ নুসরাত তিশা | ভোলা, ০৬ জুলাই ২০২১ : আমরা আসলে খামোখাই “কথা বলার মানুষ” খুঁজি।কথা বলার মত দু’চারজন মানুষ সবারই থাকে।
আমরা মূলত: খুঁজি, কফিশপে কিংবা মধ্যরাতে টেলিফোনের ওপাশে এমন কাউকে, যার সঙ্গে টানা ত্রিশ মিনিট চুপ করে বসে থাকার পরও, “আচ্ছা এখন আসি?” বললেই বলবে – “না প্লিজ, আরেকটু থাকি?”
মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না!
মানুষের চিরকালের অভাব – একজন নীরবতার সঙ্গী।
#
নাহিদ নুসরাত তিশা
সাংগঠনিক সম্পাদক, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস), কেন্দ্রীয় কমিটি
সেক্রেটারি জেনারেল, ফেয়ার হিউম্যান রাইটস বাংলাদেশ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভোলা টুরিস্ট ক্লাব
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D