শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার সুমনকে যুবলীগের পদ থেকে অব্যাহতি

প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার সুমনকে যুবলীগের পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ আগস্ট ২০২১ : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শনিবার (৮ অাগস্ট ২০২১) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ ।
তিনি জানান, অব্যাহতি পত্রে যুবলীগের সাধারণ সম্পাদক সন্ধ্যায় সই করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় এক অনুষ্ঠানে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে ব্যারিস্টার সুমনের করা ফেসবুক লাইভের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। এ কারণে দলের অনেকেই তার অব্যাহতি চেয়েছিল।