সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
সৈয়দা হাজেরা সুলতানা, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ১৬ আগস্ট ২০২১ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস তথা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তাঁর দুর্নীতিবিরোধী আদর্শকে ছড়িয়ে দিতে রবিবার (১৫ অাগস্ট ২০২১) শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক গল্প বলা প্রতিযোগিতা আয়োজন করেছে সনাক শ্রীমঙ্গল এর তরুণদের অঙ্গ সংগঠন ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপ। সনাক সহ সভাপতি জলি পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য, দুপ্রক সদস্য, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি এবং শ্রীমঙ্গলের বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় গল্প বলা প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য ও দিবসটির উপর ধারনাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের আহবায়ক জিডিশন প্রধান সূছিয়াং।
দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন টিআইবি (ঢাকা)র কো-অর্ডিনেটর নুরুল ইসলাম সবুজ।
বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক গল্প বলা প্রতিযোগিতায় শ্রীমঙ্গল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে প্রতিযোগি বাছাই করা হয়।
গতকাল গল্প বলা প্রতিযোগিতায় সাত জন প্রতিযোগি গল্প বলার জন্য সুযোগ পায়। গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী শাওন চক্রবর্তী, দ্বারিকা পাল মহিলা কলেজের শিক্ষার্থী নাসরিন তালুকদার নিহা, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শাওন দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী নিশিতা সিনহা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুখোড় মিলেনিয়াম আরেং, এশিয়ান ইউনিভাসিটি ফর উইমেন এর শিক্ষার্থী প্রিয়াংকা মাহালী এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী পিংকু দেবনাথ।
প্রত্যেক শিক্ষার্থী গল্প বলার জন্য সাত মিনিট করে সময় পান।
বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক এই গল্প বলা প্রতিযোগিতায় প্রতিযোগীরা তাদের সুন্দর উপস্থপনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী উদ্যোগ গুলোকে তুলে ধরেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাতিগত নিপীড়ন, রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক শোষণ, দুর্নীতি, অনিয়ম, গণতান্ত্রিক অধিকার হরণসহ সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু অত্যন্ত জোরালোভাবে স্বার্থান্বেষী মহলের দুর্নীতি পরায়ণতায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। দুর্নীতিবাজদের কখনো চাটার দল আখ্যায়িত করেছেন; কখনও বা তুলনা করেছেন জানোয়ারের সঙ্গে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটে সরকারের পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও দুনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা যেমন দুর্নীতিবিরোধী, তেমনি দুর্নীতি প্রতিরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন বজ্রকণ্ঠ।
১৯৭৫ সালের ২৬ মার্চের ভাষণে তিনি দুর্নীতি প্রতিরোধের দিক-নির্দেশনা দেন। দুর্নীতিমুক্ত স্বদেশের স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু সামাজিক আন্দোলনের ডাক দিয়েছিলেন। উল্লিখিত ভাষণে তিনি বলেন, ‘সরকারি আইন করে কোনো দিন দুর্নীতিবাজদের দমন করা সম্ভব নয়, জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার একটি মাত্র অনুরোধ আছে আপনাদের কাছে।. .. আজকে আমি বলবো বাংলার জনগণকে – এক নম্বর কাজ হবে, দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো। ক্ষমা করবো না। যাকে পাবো, ছাড়বো না। একটা কাজ আপনাদের করতে হবে, এমন গণআন্দোলন করতে হবে। আমি গ্রামে গ্রামে নামবো। এমন আন্দোলন করতে হবে, যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চোরাচালান দেয়, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। … আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করতে হবে। পারে কে? ছাত্র ভাইরা পারে। পারে কে? যুবক ভাইয়েরা পারে। পারে কে? বুদ্ধিজীবী পারে। পারে কে? জনগণ পারে। বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষন এবং উদ্যোগগুলো বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
প্রতিযোগিতায় অংশগ্রহন করে যারা বিজয়ী হয়েছেন তাদেরেকে ফোনে এবং ইমেইলে জানিয়ে দেয়া হবে বলে বিচারকমন্ডলী উল্লেখ করেন এবং বিজয়ীদের পুরস্কার ও সনদ সনাক অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়।
সবশেষে বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক গল্প বলা প্রতিযোগিতার সভাপতি জলি পালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগতিায় ছিলেন সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যগণ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি