উজিরপরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

উজিরপরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালিত

উজিরপুর (বরিশাল), ১৭ অাগস্ট ২০২১ : ‘সাম্প্রদায়িক ও মৌলবাদী ষড়যন্ত্র রুখে দাড়াও, জঙ্গীবাদ নির্মুল করো।’- এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) সকাল ১১টায় জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যাচেস্টার ২৯তম বার্ষিকীতে উজিরপুরে ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সন্ত্রাস বিরোধী দিবস পালন করেছে বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি উপজেলা কমিটি।

এ উপলক্ষে অায়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন।
সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা নেতা কমরেড এইচ এম হারুন, উপজেলা পার্টির সাধারন সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান কমরেড সীমা রানী শীল, উপজেলা পার্টির নেতা কমরেড বিমল চন্দ্র করাতী, জাহিদ হোসেন খান ফারুক, কমরেড রফিকুল ইসলাম, ওটরা ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন মৃধা ও ড়াঃ বিজন মন্ডল প্রমুখ।