সিলেট ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৭ অক্টোবর ২০২১ : শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানুলাল রায় (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শ্রীমঙ্গলের এ উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর ২০২১) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে মাঠে থাকতে দেখা গেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন দৃঢ়তার সহিত দায়িত্ব পালন করেছে।
ভোট গণনা শেষে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভানুলাল রায় (নৌকা) ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরা ৩৩ হাজার ২৮৩ ভোট পান। অপর স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ১২ হাজার ৪৪৬ ভোট ও জাতীয় পার্টি মনোনীত মিজানুর রব (লাঙ্গল) ৭৯৪ ভোট পেয়েছেন।
উপজেলায় ২ লক্ষ ৩৩ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে সর্ব মোট ভোট প্রদত্ত হয় ১ লক্ষ ৬ হাজার ৫৪৯টি। এর মধ্যে বৈধ ভোট পড়ে ১ লক্ষ ৪ হাজার ৮২৮টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ২১টি। নির্বাচনে ভোটদানের হার ছিল ৪৫.৫৫%।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রভাষক মো: দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যু বরণ করায় পদটি শূন্য হয়।
সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা
শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হওয়ায় অাওয়ামী লীগের ভানুলাল রায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান। অারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষ ও পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D