শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনের আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনের আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ ডিসেম্বর ২০২১ : শ্রীমঙ্গল উপজেলায় আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (২২ ডিসেম্বর ২০২১) বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার।
সভা পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম জ্যোতি চৌধুরী।
আগামী ৫ জানুয়ারি ২০২২ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ ও সাধারণ সদস্য পদে ৩৮৫ জনসহ মোট ৫৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code