‘রক্তাক্ত বটের আখ্যান’ নাটক শ্রীমঙ্গলে মঞ্চস্থ হবে ২৭ ডিসেম্বর

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

‘রক্তাক্ত বটের আখ্যান’ নাটক শ্রীমঙ্গলে মঞ্চস্থ হবে ২৭ ডিসেম্বর

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ ডিসেম্বর ২০২১ : একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে নাটক ‘রক্তাক্ত বটের আখ্যান’ শ্রীমঙ্গলে মঞ্চস্থ হবে।

সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে গণহত্যার পরিবেশ থিয়েটার শিরোনামে বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
উক্ত কার্যক্রমের আওতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটক ‘রক্তাক্ত বটের আখ্যান’ আগামী ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১-এ মঞ্চস্থ হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ অাহসান।
উক্ত নাটকের সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন ও অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ অাহসান।

Manual8 Ad Code

একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে নাটক ‘রক্তাক্ত বটের আখ্যান’ শ্রীমঙ্গলে মঞ্চস্থ করতে উক্ত অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code