তিন দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

তিন দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন

Manual8 Ad Code

নাটোর, ২৬ ডিসেম্বর ২০২১ : নাটোরে তিন দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে।

Manual4 Ad Code

আজ রোববার (২৬ ডিসেম্বর ২০২১) থেকে শুরু হওয়া এ উৎসবে ৩১টি দেশের ৭১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
সিনেমা বাংলাদেশ এ উৎসবের আয়োজন করেছে।
বেলা ১১টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ। চলচ্চিত্রের যুব নির্মাতাসহ সৃষ্টিশীল ব্যক্তিরা অনন্য ভূমিকা পালন করছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার অনলাইনে সংযুক্ত হয়ে উৎসবের সাফল্য কামনা করেন এবং বলেন, মেধা থাকলে যে কোন মাধ্যমে এর প্রকাশ ঘটবেই। হাতের মোবাইল ফোনের মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাগণ এর অনন্য উদাহরণ।
শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ উৎসব আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যের শহর নাটোর তার প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উৎসবের সমন্বয়ক সিদ্দিক ইবনে ওয়াহিদ এবং উৎসব পরিচালক জিসান মাহাদী।
স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে তিনদিনের প্রতিদিন বেলা ১২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী, বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত দ্বিতীয় প্রদর্শনী এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত তৃতীয় প্রদর্শনী চলবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code