সিলেট ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ ডিসেম্বর ২০২১ : বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার ও করোনা মহামারী থেকে বিশ্বকে রক্ষার প্রত্যয় নিয়ে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠীর বিংশতিতম দ্বি-বার্ষিক শাখা সম্মেলন।
“শঙ্কাশূন্য কোটি কন্ঠে বাজুক মঙ্গল শঙ্খ
পঞ্চাশে আজ জাগো বাঙালি ঘুচাও মনের পঙ্ক।”- এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সৈয়দা তানজিনা ইমাম( সংগীতা) এবং বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ।
এছাড়াও বিকেল ৫টায় থাকছে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে সুবর্ণজয়ন্তীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় উদীচীর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শ্রীমঙ্গল শাখার পক্ষে সম্মেলন ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক অনিক কুমার ভট্টাচার্য উক্ত অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “এতে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের প্রাণিত করবে।”
বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার ও করোনা মহামারী থেকে বিশ্বকে রক্ষার প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গলে অনুষ্ঠিতব্য উদীচী শিল্পীগোষ্ঠীর বিংশতিতম দ্বি-বার্ষিক শাখা সম্মেলনের সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D