ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব হলেন সাবেক ডিসি কামরুল হাসান

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব হলেন সাবেক ডিসি কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৩ জানুয়ারি ২০২২ : মৌলভীবাজারের সাবেক ডিসি কামরুল হাসান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব পদে ন্যস্ত করা করা হয়েছে।আজ রোববার (২৩ জানুয়ারি ২০২২) উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

কামরুল হাসান সর্বশেষ অতিরিক্ত সচিব পদমর্যাদায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত আছেন।

কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ময়মনসিংহের বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কামরুল হাসান বিগত ২৬ ডিসেম্বর ২০১২ থেকে ১৮ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। একজন সদালাপী ও মিষ্টভাষী ডিসি হিসেবে মৌলভীবাজারে তাঁর বেশ সুখ্যাতি আছে। এখনও মৌলভীবাজারের মানুষের সাথে তাঁর সুগভীর সম্পর্ক আছে বলে জানা যায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়ায় মৌলভীবাজারের সাবেক ডিসি কামরুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সচিব পদে পদোন্নতি পাওয়ায় কামরুল হাসানকে মৌলভীবাজারের আরও অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ